সর্বশেষ সংবাদ >>

লকডাউনের ফলে ক্ষতির সন্মুখিন কৃষকরা, বাজারে পাচ্ছেন না ন্যায্য দাম।

T24x7 প্রতিনিধি12/04/2020ত্রিপুরা

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে রাজ্যে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে ক্ষতির সন্মুখিন কৃষকরা। এই ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুকি নিয়ে কৃষকরা তাদের ফসল উৎপাদন করছেন। কোন কোন কৃষক আবার ব্যাঙ্ক কিংবা মহাজন থেকে সুদে টাকা নিয়ে সবজী ফলিয়েছেন ক্ষেতে। কিন্তু বর্তমানে কৃষকরা যখন তাদের ক্ষেতে ফলানো সবজী বাজারে নিয়ে যাচ্ছে, তখন কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছে না। কারন লক ডাউনের ফলে একদিকে যেমন বাজারে লোকজনের ভিড় নেই, তেমনি সবজী ব্যবসায়ীরাও বাজারে আসে না আগের মতো। অর্থাৎ বাজারে চাহিদার তুলনায় সবজী বেশি হয়ে যাওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না। রবিবার বিশ্রামগঞ্জ বাজারেও একই চিত্র পরিলক্ষিত হয়। বিশ্রামগঞ্জ বাজারে এইদিন কৃষকরা তাদের ক্ষেতে ফলানো সবজী নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থিত হয়। কিন্তু বাজারে ক্রেতা ও সবজী ব্যবসায়ীরা আগের মতো না আসায়, অপেক্ষাকৃত কম মূল্যে সবজী বিক্রয় করতে বাধ্য হয় কৃষকরা। বাজারে আসা এক কৃষক জানান তারা সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই তিনি সরকারী সাহায্যেরও দাবি জানান।