সর্বশেষ সংবাদ >>

নিরাপত্তাহিনতায় শান্তিরবাজার জেলা হাসপাতালের সুইপাররা, নেই আত্মরক্ষার পর্যাপ্ত সামগ্রী।

T24x7 প্রতিনিধি05/04/2020ত্রিপুরা

নিরাপত্তাহিনতায় ভূগছে শান্তিরবাজার জেলা হাসপাতালের সুইপাররা। সমগ্র বিশ্বজুরে চলছে করুনা ভাইরাসের মহামারি।  এই মহামারি থেকে সকলকে রক্ষার জন্য ডাক্তার, নার্সদের পাশাপাশি হাসপাতালে কর্মরত সুইপারদের ভূমিকাও অপরিসীম।  শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত সুইপাররা প্রতিনিয়ত হাসপাতালের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে সমগ্র হাসপাতালের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।  ভাইরাস প্রতিরোধ করতে গেলে সমস্ত কক্ষ প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।  হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজে নিয়োজিত আছে সুইপার।  কিন্তু দেখা যায় শান্তির বাজার জেলা হাসপাতালে সুইপারদের ভাইরাস থেকে  রক্ষার জন্য সঠিক পরিকাঠামো নেই। হাতের মধ্যে একটি গ্লাবস লাগিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত নতুন গ্লাবস প্রদান করা হয় না। কিন্তু এই সার্জিকেল গ্লাবস একবার ব্যাবহার করে ফেলে দিতে হয়।  সুইপার দের হাত ধোয়ার জন্যও বিশেষ কোনোপ্রকার ব্যাবস্থা গ্রহন করা হয়নি বলে অভিযোগ।  এইভাবে নিরাপত্তা হিনতার মধ্যদিয়েও প্রতিনিয়ত হাসপাতালে কাজ করে যাচ্ছে সুইপাররা।