সর্বশেষ সংবাদ >>

রাজ্যের মধ্যে কিছু কিছু ব্যক্তি পড়াশুনা ও বৈধ কাগজ পত্র ছাড়াই চিকিৎসার নামে ব্যবসা করছে।

T24X7 প্রতিনিধি12/09/2019TRIPURA

রাজ্যের মধ্যে কিছু কিছু ব্যক্তি পড়াশুনা ও বৈধ কাগজ পত্র ছাড়াই চিকিৎসার নামে  ব্যবসা করছে। সময় হয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। এভাবে চলতে পারে না। বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে হোমিওপ্যাথিতে একটি অব্যাহত মেডিকেল শিক্ষা কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডা দেবাসিশ বসু। ষ্টেট আয়ুস মিশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে সহসাই পদক্ষেপ নেবে দপ্তর। সমস্ত ওষুধের গুনগত মান বজায় থাকছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। বিশেষত হোমিওপ্যাথি ওষুধের বিষয়ে এই পরীক্ষা চালানো হবে। ঘন ঘন পরীক্ষা করলে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। শুন্যপদে পুরনের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। একই সঙ্গে বেতন বৈষম্য দুর করার বিষয়েও বিবেচনা করবে দপ্তর। তবে দায়িত্ব প্রতিপালনে ঘাটতি পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডা দেবাসিশ বসু।