সর্বশেষ সংবাদ >>

৬ কৌটা ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে আটক করল পানিসাগর থানার পুলিশ।

T24X7 প্রতিনিধি29/08/2019TRIPURA

পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে নেশার বিরুদ্ধে লড়াইয়ে আবারও সাফল্য পানিসাগর থানার পুলিশের । বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ কৌটা ব্রাউন সুগার সহ এক মাদক  কারবারিকে আটক করল পুলিশ। ঘটনার বিবরনে জানা যায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে গোপন সুত্রে খবর আসে আসামের করিমগঞ্জ থেকে এক নেশা কারবারি নেশাসামগ্রী নিয়ে পানিসাগর থানাধীন রামনগর বাজার এলাকায় বিক্রি করার উদ্যেশে এসেছে। তরিঘরি মহকুমা পুলিশ আধিকারিক পানিসাগর থানার ওসি সৌগত চাকামা সহ পুলিশ বাহিনি নিয়ে  রামনগর বাজার সংলগ্ন এলাকায় ছুটে জান। রামনগর বাজারে পৌঁছেই পুলিশের এক ব্যক্তির উপর সন্দেহ হয় । তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ।  তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ৬ কৌট ব্রাউন সুগার। আটক ব্রাউন সুগারের বাজার মূল্য ৩ লক্ষ টাকা । পুলিশ তাকে আটক করে পানিসাগর থানায় নিয়ে আসে। ধৃত বহিরাজ্যের কুখ্যাত নেশা কারবারির নাম হুসেন আলী । তার বাড়ি আসামের করিমগঞ্জের আনিপুরে বলে  জানিয়েছে পানিসাগর থানার পুলিশ। পানিসগর থানার পুলিশ ধৃত হুসেন আলিকে ঞ্জিগাসাবাদ চালাচ্ছে । মাদক চোরাচালান চক্রের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর ।