সর্বশেষ সংবাদ >>

কিল্লা ব্লকের অধীন উত্তর বড়মুড়া স্থিত তুইবাকলাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বড়মুড়া কমলা উৎসব।

T24X7 প্রতিনিধি12/11/2019TRIPURA

উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মার হাঁত ধরে মঙ্গলবার উদয়পুর মহকুমার অন্তর্গত কিল্লা ব্লকের অধীন উত্তর বড়মুড়া স্থিত তুইবাকলাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বড়মুড়া কমলা  উৎসব। এদিন কমলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক প্রমোদ রিয়াং, এম ডি সি জয় কিশোর জমাতিয়া, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসীম উদ্দিন, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় প্রমুখ। এদিন এই কমলা উৎসবে উনপঞ্চাশটি স্টলের মাধ্যমে উত্তর বড়মুড়ার কমলাচাষীরা তাদের উৎপাদিত কমলা নিয়ে বসেন। মেলাকে কেন্দ্র করে এদিন কমলা চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যে করা যায়। বক্তব্য রাখতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা বলেন উদ্যান ও বাগিচা ক্ষেত্রে বিশেষ প্রধান্য দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কাঁচামালের প্রয়োজন লাগেনা। বীজ দিলেই এই শিল্পের বিকাশ সম্ভব। কলকারখানার দরকার হয়না। দূষণ এড়ানো সম্ভব। ফুল, কৃসি , মৎস চাসে সরকার বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানান তিনি।