সর্বশেষ সংবাদ >>

ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে বিলোনিয়া মহাকুমার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের।

T24X7 প্রতিনিধি12/11/2019TRIPURA

সম্প্রতি ঘূর্ণিঝড় বুল বুল-এর প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। হাল্কা ও মাঝারি বর্ষণের পাশাপাশি কোথাও কোথাও ঝড়ো হাওয়া লক্ষ্য করা যায়। এই বুল বুল-এর প্রভাবে ব্যাপক ক্ষতির সন্মুখিন বিলোনিয়া মহকুমার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকার কৃষকরা। বিলোনিয়া মহকুমার বেশিরভাগ পঞ্চায়েত এলাকার বাসিন্দারা কৃষির উপর নির্ভরশীল। বিশেষ করে কলাবাড়িয়া, নলুয়া,মতাই, সোনাইছড়ি, ছাড়াও মহাকুমার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষের জীবিকার একমাত্র অবলম্বন কৃষি। ঘূর্ণিঝড় বুল বুল-এর প্রভাবে চার দিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে বিলোনিয়া মহকুমার কলাবাড়িয়া এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে একজন হল সুকুমার দাস। তিনি জানান বৃষ্টির আগে তিনি পাকা ধান কেটেছিলেন। কাটা ধান জমিনেই ছিল। ঘড়ে তুলতে পারেন নি। শুরু হয়ে যায় বুল বুলের দাপট। ফলে কৃষি জমিনে নষ্ট হয়েযায় পাকা ধান। এমতাবস্থায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষক সুকুমার দাসের। তিনি সরকারী সাহায্যের আবেদন জানান।শুধু সুকুমার দাস নয়, সুকুমার দাসের মতো এমন আরও বহু কৃষক রয়েছে যারা ব্যাপক ভাবে ক্ষতির সন্মুখিন হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী সাহায্যের আবেদন জানিয়েছে। এখন দেখার সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা।