সর্বশেষ সংবাদ >>

পরিকাঠামোর বিভিন্ন দিক দিয়ে সমস্যায় ভুগছে লক্ষীছড়া ট্রাইবেল কলোনী জে বি স্কুলটি।

T24X7 প্রতিনিধি12/11/2019TRIPURA

শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া ট্রাইবেল কলোনী জে বি স্কুলটি পরিকাঠামোর দিক দিয়ে বিভন্ন সমস্যায় ভুগছে।  উর্ধতর কর্তীপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ ।  এই বিদ্যালয়ে বিশুদ্ব পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ ও বেঞ্চের সমস্যায় ভুগছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।  ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে ছড়ার জল পান করতে হয় বলে অভিযোগ ।  অপরদিকে ছড়ার জল দিয়ে মিট ডে মিল রান্না করতে হয়।  বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ৫৪ জন।  বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩ জন।  এই বিদ্যালয়ে দুইটি ক্লাস রুমের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের ক্লাস করাতে অনেক অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে শিক্ষকদের।  একটি ক্লাস রুমের মধ্যে ক্লাস ওয়ান ও টু –র ছাত্র ছাত্রীরা ক্লাস করে।  অপর একটি ক্লাসরুমে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ এর ছাত্র ছাত্রীরা ক্লাস করে।  এতে করে একই সাথে সকল ছাত্র ছাত্রিদের পাঠদানে শিক্ষকদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। এখন দেখার বিষয় এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রষাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন।