সর্বশেষ সংবাদ >>

পসম –এর উদ্যোগে প্রাণী সম্পদ আইন সম্পর্কিত দুই দিনের কর্মশালা শুরু হল প্রজ্ঞা ভবনে।

T24X7 প্রতিনিধি12/11/2019TRIPURA

সমাজে মানুষের মতো পশুদেরও গুরুত্ব দেওয়া জরুরি। অর্থাৎ মানব সমাজে পশুদেরও  গুরুত্ব দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে পসম –এর উদ্যোগে প্রাণী সম্পদ আইন সম্পর্কিত দুই দিনের কর্মশালার উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তিনি আরও বলেন প্রাণী সংরক্ষণ সম্পর্কে মানুষেরে মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অপরদিকে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব বলেন, মানুষের চোখে ও পেটে যা ভালো লাগে সেটাই গ্রহণ করতে শুরু করে। এর দ্ধারা স্পষ্ট মানুষের মধ্যে নিয়ন্ত্রন নেই। তাই মানুষের মধ্যে যতদিন প্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বোধ আসবে না ততদিন প্রাণী সম্পদ আইন দ্ধারাও প্রানী সংরক্ষণ করা যাবে না। আর সচেতনতা বোধ জাগ্রত হওয়ার আগে মানুষের মধ্যে সহানুভূতি আনতে হবে। সমাজে মানুষের সাথে বেঁচে থাকা বুদ্ধিহীন পশুদের সম্মান দেওয়ার জন্য প্রাণী সম্পদ আইন ততদিনই কাজে আসবে না, যতদিন না মানুষের মধ্যে প্রাণী সম্পর্কে সহানুভূতি সৃষ্টি হবে।