স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রক্তের স্বল্পতা সারা বছরই কম বেশি অনুভব করা যায়। রক্তদানের ক্ষেত্রে এই রাজ্যের মানুষ বিশেষ করে ছাত্র সমাজ ও যুব সমাজ একটা বিশেষ ভুমিকা গ্রহণ করে। রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা উল্লেখ যোগ্য স্থানে রয়েছে। করোনা পরিস্থিতিতে রক্তদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। ফলে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। ধারাবাহিক ভাবে রক্তদান শিবির করার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে রক্তদানে এগিয়ে আসার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান বিধায়ক আশিস কুমার সাহা। শনিবার বড়দোয়ালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে রক্তদান শিবিরের সূচনা করে এই আহ্বান জানান তিনি। বড়দোয়ালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের ৭ দিন ব্যাপী বিশেষ শিবির চলছে। এই বিশেষ শিবিরের অঙ্গ হিসাবে এইদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এইদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে স্বেচ্ছায় রক্তদান করে।