আমাদের ত্রিপুরা
   
রাজধানী আগরতলা
বৃহত্তম শহর আগরতলা
দেশ  ভারত
অঞ্চল উত্তর-পূর্ব ভারত
জেলা ৮টি
প্রতিষ্ঠা ২১ জানুয়ারি, ১৯৭২
বিধানসভা ৬০
আয়তন
 • মোট ৪০৫০.৮৬ বর্গমাইল (১০৪৯১.৬৯ কিমি)
জনসংখ্যা (২০১১)
 • মোট ৩৬,৭১,০৩২
 • ঘনত্ব ৯০০/বর্গমাইল (৩৫০/কিমি)
সময় অঞ্চল ভারতীয় সময় (ইউটিসি+৫.৩০)
PIN ৭৯৯ xxx
সরকারি ভাষা বাংলা, ককবরক
   

ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের আয়তন ১০,৪৯১.৬৯ বর্গকিলোমিটার, এবং এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। ত্রিপুরা উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ রাষ্ট্র কর্তৃক বেষ্টিত; রাজ্যের পূর্বভাগে ভারতের অপর দুই রাজ্য অসম ও মিজোরাম অবস্থিত। এই রাজ্যের রাজধানী আগরতলা। রাজ্যের সরকারি ভাষা  বাংলা ও ককবরক। পূর্বে ত্রিপুরা ছিল একটি স্বাধীন করদ রাজ্য। ১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা অন্তর্ভুক্তি চুক্তি অনুসারে এই রাজ্য সদ্যস্বাধীনতাপ্রাপ্ত ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। উল্লেখ্য, ব্রিটিশ শাসনকালে এই রাজ্য পার্বত্য ত্রিপুরা (Hill Tippera) নামে পরিচিতি ছিল।

  • ত্রিপুরা নামটির উদ্ভব হয় ত্রিপুরার পৌরাণিক রাজা ত্রিপুরের নামানুসারে। ত্রিপুর ছিলেন যযাতির বংশধর দ্রুহ্যের ৩৯ তম উত্তরপুরুষ।
  • অপর এক ব্যাখ্যা অনুসারে ত্রিপুরা নামটির উৎস হল হিন্দু পুরাণে উল্লিখিত দশমহাবিদ্যার একতম ত্রিপুরাসুন্দরী।

তাছাড়া ত্রিপুরা শব্দটির উৎপত্তি রাজ্যের আদিবাসীদের অন্যতম ভাষা ককবরক থেকেও এসেছ বলে অনেকে মনে করেন। ককবরক ভাষায় 'তৈ' হল জল। 'প্রা' হল নিকটে। জলের নিকটবর্তী স্থান তৈ-প্রা থেকে ধীরে ধীরে তেপ্রা, তিপ্রা এবং শেষে বাঙালি উচ্চারণে ত্রিপুরা হয়েছে বলে অনেকে মনে করেন।

প্রশাসনিক স্বার্থে ত্রিপুরাকে ৮টি জেলা ২৩টি মহকুমা (উপবিভাগ) এবং ৫৮টি উন্নয়ন ব্লকে বিভক্ত করা হয়েছে।

  • ধলাই জেলা
  • উত্তর ত্রিপুরা জেলা
  • দক্ষিণ ত্রিপুরা জেলা
  • পশ্চিম ত্রিপুরা জেলা
  • ঊনকোটি জেলা
  • খোয়াই জেলা
  • গোমতী জেলা
  • সিপাহীজলা জেলা