দীর্ঘ দিন ধরে জল্পনা ছিল অভিনেতার ক্যান্সার হয়েছে। কিন্তু পরিবার আত্মীয়স্বজন থেকে বন্ধুবান্ধব সবাই মুখ বন্ধ করে ছিলেন। এমন কি নিজের মায়ের মৃত্যুর খবর পেয়ে আসেন নি তিনি। তখন থেকে সন্ধেহ দানা বেধে ছিল। অবশেষে নিজে মুখ খুললেন নিজের অসুস্থতা নিয়ে।জানালেন কয়েক মাস ধরে আমেরিকায় চিকিৎসা চলছিল উনার। বহু জল্পনার পর ঋষি সদ্য জানিয়ে দিলেন, তিনি ক্যান্সার মুক্ত।সম্প্রতি এক সাক্ষাত্কারে ঋষি কাপুর বলেন, "১৮ মাস ধরে আমেরিকায় আমার চিকিৎসা চলছে। এখন আমি ক্যান্সার ফ্রি। এই লড়াইয়ে নীতু পাশে না থাকলে আমি সামলাতে পারতাম না। আমার সন্তানেরা রণবীর, ঋদ্ধিমা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখনও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে। আরও দুই মাস লাগবে কম করে।