চলে গেলেন শশী কাপুর।মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৯।স্ত্রী জেনিফার কেন্ডেলের মৃত্যুর পর নিঃসঙ্গ হয়ে পরেন শশী কাপুর।দীর্ঘ দিন ধরে ভুগছিলেন বুক আর কিডনির সমস্যা নিয়ে। সোমবার বিকেলে মুম্বাই এর কোকিলাবেন হাস্পাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। শশীর মৃত্যতে কাপুর খানদান এর দ্বিতীয় প্রজন্মের বিদায় ঘটল। বাবা পৃথ্বিরাজ কাপুর ছিলেন বলিউডের কাপুরখানদান এর প্রথম পুরুষ।আজ সকালে প্রথমে মুম্বইয়ে কাপুরদের বাসভবনে নিয়ে আসা হয় শশী কাপুরের মরদেহ। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন সঞ্জয় দত্ত, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অনিল কাপুর সহ অন্যান্যরা।বিদেশ থেকে ২ সন্তান এসে পৌঁছলে আজ সকালে সান্তাক্রুজের দিকে নিয়ে বেরোনো হয় শশী কাপুরের মরদেহ।সান্তাক্রুজে পূর্ণ্য রাষ্ট্রীয় মর্যাদায় শশী কপূরকে শেষবিদায় জানানো হল, সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ, অভিষেক, জিতেন্দ্র পুত্র তুষার, কপূর পরিবারের সমস্ত সদস্য সহ বলিউডের বহু তারকা।