হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুবাইয়ে মারা গেলেন শ্রীদেবী। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না বলিউড। শোকাহত সবাই। শ্রীদেবী মারা যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই অমিতাভ বচ্চন একটি টুইট করেছিলেন। যেখানে তিনি লেখেন, ‘জানি না কেন এত অসহায় লাগছে।’ এরপর আসে শ্রীদেবীর মৃত্যুর খবর। খারাপ কিছু একটা যে ঘটতে চলেছে, তা কি আগে থেকেই টের পেয়েছিলেন বিগ বি? আশঙ্কা হয়ত করেছিলেন। শ্রীদেবীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অমিতাভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘শ্রীদেবীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীর এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। ওঁনার আত্মার শান্তি হোক।’ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘দুর্দান্ত অভিনেত্রী ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। ওঁর পরিবার এবং ভক্তদের জন্য রইল সমবেদনা।’