সর্বশেষ সংবাদ >>

ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল রাজস্থানের নাহারগড় ফোর্টে,পদ্মাবতী নিয়ে বিরোধ।

By Our Correspondent24/11/2017kanchanpur

সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী নিয়ে বিতর্ক চলছিলই ৷ তবে এবার সেই বিরোধ এক ভয়াবহ রূপ পেল রাজস্থানের নাহারগড়ে ৷ শুক্রবার নাহারগড় ফোর্টে পাওয়া গেল একটি ঝুলন্ত মৃতদেহ ৷ সঙ্গে কেল্লার দেওয়ালে লেখা ‘আমরা পুতুল জ্বালাই না, ঝুলিয়ে রাখি !ব্রহ্মপুরি পুলিশ জানিয়েছে, ঘটনাটির খবর পাওয়ার পরই দুর্গ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মৃতদেহটি ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি আত্মহত্যা বা খুনের ঘটনা ৷ তদন্ত চলছে ৷ তবে এই মৃত্যুর সঙ্গে পদ্মাবতী বিতর্কের যোগ রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে ৷