সর্বশেষ সংবাদ >>

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে T-20 মহিলা চ্যালেঞ্জার ট্রফি।

T24X7 প্রতিনিধি10/01/2021TRIPURA

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে T-20 মহিলা চ্যালেঞ্জার ট্রফি। সম্প্রতি মহিলা ক্রিকেটারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাছাই পর্ব শেষে চারটি দল গঠন করা হয়েছে। সেই চারটি দলকে নিয়ে এই চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয়েছে। রবিবার T-20 মহিলা চ্যালেঞ্জার ট্রফির উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি ডাক্তার মানিক সাহা জানান ১২ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের বাছাই করা মহিলা ক্রিকেটারদের নিয়্যে চারটি দল তৈরি করা হয়েছে। এই চারটি দলের মধ্যে মোট ৭ টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে একটি হচ্ছে ফাইনাল। প্রথম ৬ টি ম্যাচের মধ্যে পয়েন্টের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে ফাইনাল খেলা হবে। একটা সময় ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের জাতীয় স্তরে সুনাম ছিল। তাই নতুন করে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিম যেন জাতীয় স্তরে সুনাম অর্জন করতে পারে তার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান অনেকদিন পর মহিলা ক্রিকেটাররা মাঠে খেলা করতে পেরে যথেষ্ট খুশি।