সর্বশেষ সংবাদ >>

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশান আয়োজিত মহিলা চ্যালেঞ্জার ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার।

T24X7 প্রতিনিধি13/01/2021TRIPURA

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশান আয়োজিত মহিলা চ্যালেঞ্জার ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর এমবিবি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য মহিলা ক্রিকেটারদের তুলে আনার জন্য সম্প্রতি ওপেন বাছাই পর্বের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশান। এই বাছাই পর্ব শেষে বাছাইকৃত মহিলা ক্রিকেটারদেড় নিয়ে ৪ টি টিম গঠন করা হয়। এই চারটি টিমকে নিয়ে মহিলা চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয়। পয়েন্টের ভিত্তিতে মহিলা ব্লু টিম ও মহিলা রেড টিমের মধ্যে বৃহস্পতিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মহিলা ব্লু টিম জয়লাভ করে। ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি ডাক্তার মানিক সাহা, সচিব তিমির চন্দ, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি হিসাবে চেক তুলে দেওয়া হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে  ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন একটা সময় জাতীয় স্তরে রাজ্য মহিলা দল ভালো জায়গায় ছিল। পরবর্তী সময় একটা ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশান মহিলা চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করেছে। তার আগে ওপেন ট্রায়াল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখান থেকে ৯২ জন মহিলা ক্রিকেটারকে বাছাই করা হয়। তাদেরকে নিয়ে মহিলা চ্যালেঞ্জার ট্রফি অনুষ্ঠিত হয়।