পদ্মাবতী ছবি নিয়ে রোজই অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে৷ এই ছবির মুক্তি আটকানোর জন্য রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মীরটে প্রতিবাদের ঝড়৷ আর এবার দীপিকা পাড়ুকোন ও ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালির মুণ্ডুচ্ছেদের হুমকি দিল মীরাটের অখিল ভারতীয় ক্ষত্রিয় সংগঠনের প্রধান ঠাকুর অভিষেক সোম।অভিষেকের কথায়, রানি পদ্মাবতীর সাহসিকতাকে, তাঁর সম্মানকে অক্ষুন্ন করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷ তাই এই ছবির মুক্তি হওয়া উচিত নয় ৷ শুধু তাই নয়, দীপিকা ও বনশালিকে দেশ থেকে বের করে দেওয়া হোক ৷ কেউ যদি দীপিকার মুণ্ডুচ্ছেদ করতে পারে তাহলে তাঁকে ৫ কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে !জস্থানে পদ্মাবতী মুক্তি পেলে কেটে দেওয়া হবে দীপিকার নাক ! জয়পুরে এক সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার করণি সেনা প্রধান লোকেন্দ্র সিং সোজাসুজিই হুমকি দেন দীপিকা পাড়ুকোনকে ৷ আর সেই হুমকির জেরেই এবার বিশেষ নিরাপত্তা পেতে চলেছেন ছবির পদ্মাবতী দীপিকা পাড়ুকোন ৷সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী ছবির মুক্তি যতই এগিয়ে আসছে, ততই যেন বিতর্কে পড়ছে বারুদ ৷ ছবি মুক্তি নিয়ে যেখানে বার বার বনশালি নানা ভাবে বোঝাতে চেয়েছেন এই ছবিতে এমন কিছু নেই যা রাজপুত ইতিহাসকে বিকৃত করতে পারে ৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও আপলোড করে স্পষ্টই বনশালি বলেছিলেন, এই ছবিতে রানি পদ্মাবতীকে ঘিরে কোনও ধরণের বিতর্কীত দৃশ্য নেই ! তবে শুধুই বনশালি নয়, ছবির কাস্ট অর্থাৎ দীপিকা, শাহিদ ও রণবীর সিংও বার বার বোঝাতেই চেয়েছেন একথা ৷ তবুও যেন করণি সেনা সন্তুষ্টি হচ্ছে না ৷ আর তাই তো বার বার পদ্মাবতী ছবির মুক্তি আটকে দেওয়ার জন্য নানা ভাবে এগিয়ে করণি সেনা ৷