সর্বশেষ সংবাদ >>

ধর্ষণের মামলায় গ্রেফতার মুম্বইয়ের জনপ্রিয় টিভি তারকা

T24x7 প্রতিনিধি06/05/2019ত্রিপুরা

ধর্ষণের মামলায় গ্রেফতার মুম্বইয়ের জনপ্রিয় টিভি তারকা করণ ওবেরয়। সংবাদ সংস্থা ANI টুইটের সূত্রে এমনটাই খবর মিলেছে।জানা যায় যে, করণ ওবেরয়ের বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৩৮৪ ধারায় ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করা হয়। অভিনেতা তথা মডেল করণ ওবেরয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন ঐ অভিযোগকারিণী। করণ ওবেরয় ওবেরয়ের বিরুদ্ধে শুধু ধর্ষণের অভিযোগই নয়, ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও এনেছেন ওই মহিলা। জানা যাচ্ছে, মহেশ ভাটের 'স্বভিমান' ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন করণ। পরবর্তীকালে 'জসসি জ‍্যায়সি কোয়ি নেহি'তে অভিনয় করে যথেষ্ঠ পরিচিতি পান।