সর্বশেষ সংবাদ >>

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরুস্কার পেল রাজ্যের ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাস।

T24X7 প্রতিনিধি25/01/2021TRIPURA

উত্তর-পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরা। একটা সময় ত্রিপুরা রাজ্য পিছিয়ে থাকলেও বর্তমানে এই প্রান্তিক রাজ্য অনেকটা এগিয়ে গিয়েছে। খেলাধুলা থেকে শুরু করে সবদিক থেকে এগিয়ে গিয়েছে ত্রিপুরা। জিমন্যাস্ট দীপা কর্মকারের পর রাজ্যের ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাসও দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে রাজ্যের মুখ উজ্জল করেছে। এইবার আর্শিয়ার মুকুটে যুক্ত হল নতুন পালক। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরুস্কার পেল রাজ্যের ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাস। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ জানান। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান আর্শিয়া দাস ব্যতিক্রমী দক্ষতার সাথে আন্তর্জাতিক এবং জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছে।আর্শিয়া দাসকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়েছে। আর্শিয়া উত্তর-পূর্ব ভারতের প্রথম এবং একমাত্র মেয়ে দাবা খেলোয়াড়।এদিকে সোমবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাসকে সংবর্ধিত করা হয়। তার হাতে শুভেচ্ছা স্বরূপ পুস্প স্তবক তুলে দেন জেলা শাসক ডাঃ শৈলেশ কুমার যাদব। পরে তিনি বলেন এই দিনটি গোটা রাজ্যের জন্য গর্বের। বিশেষ করে পশ্চিম জেলার জন্য আনন্দের। এই জেলার ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাসকে সোমবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয়েছে।  সমগ্র দেশে ৩২ জনকে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে এই পুরস্কার প্রদান করেন তিনি। এদিন পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে ছিল ক্ষুদে দাবাড়ু আর্শিয়া দাস ও তার অভিভাবকেরা। খুশি আর্শিয়া দাসের অভিভাবকেরা।