ক্রমেই হিংসাত্মক আকার নিচ্ছে সঞ্জয়লীলা বনশালীর ছবি ‘পদ্মাবতী’ নিয়ে দেশজোড়া বিতর্ক। শুক্রবার পর্যটকদের জন্য চিতোরগড়ের দরজা বন্ধ করে তার সামনে অবস্থান বিক্ষোভ করে সর্ব সমাজ সংগঠন এবং জওহর স্মৃতি সংস্থান। সংগঠনের সভাপতি উম্মেদ সিং বলেন, ছবি মুক্তি বন্ধের প্রতিবাদে গত ৮ দিন ধরেই গড়ের পাড়ন পোলের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা। এদিনের বিক্ষোভে সামিল হয় রাজপুত করনি সেনাও। গড়ের সামনে থেকে গুলির শব্দও শোনা গেলেও কারা গুলি চালিয়েছে তা নিয়ে নিশ্চিত নয় পুলিস। চিতোরগড়ের এসপি প্রশানকুমার খামসেরা বলেছেন, সরকারের তরফে গড় বন্ধ করা হয়নি। তবে পর্যটকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিস। রাজ্য পর্যটন দপ্তরের এমডি প্রদীপকুমার বোরাড় সাফ জানিয়েছেন, বিক্ষোভ হলেও চিতোরে প্যালেস অন হুইল্সের যাত্রা বন্ধ থাকছে না। ‘পদ্মাবতী’ বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে এদিন বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ টুইটারে বলেন, কেউ শিল্পীর নাক তো কেউ মাথা কাটতে চাইছেন, আবার কেউ গুলি করতে চাইছেন। কোনও উৎসব থেকে জুরি মনোনীত কোনও ছবি ছেঁটে ফেলা হচ্ছে। অথচ সরকার বলছে দেশে সহনশীলতার সমস্যা নেই।