থেমে গেল লড়াই। প্রয়াত বলিউডের অন্যতম অভিনেতা ইরফান খান। বুধবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ–তে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে তখন জানানো হয়েছে, ৫৩ বছরের অভিনেতার অবস্থা সঙ্কটজনক। হাসপাতালে অভিনেতার পাশে রয়েছেন স্ত্রী সুতপা সিকদার এবং তাঁদের দুই ছেলে। ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরার পর থেকেই ভুগছেন ইরফান। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাও চলেছিল তাঁর। গত শনিবারই জয়পুরে তাঁদের বাড়িতে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে ইরফানের মা সৈয়দা বেগমের। কিন্তু লকডাউন এবং শারীরিক অবস্থা খারাপ থাকায় মায়ের শেষকৃত্যে যেতে পারেননি হলিউড–বলিউডের এই বিশিষ্ট অভিনেতা। ভিডিও কলেই মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। ইরফান খানের অকাল মৃত্যুতে শোকাহত বলিউড থেকে দেশের সাধারণ মানুষ।