সর্বশেষ সংবাদ >>

বাতাসের বিষ কমাতে পিউরিফায়ার কিনছেন? এগুলো অবশ্যই মাথায় রাখুন

By Our Correspondent10/11/2017kanchanpur
 দিল্লির মতো না হলেও এই দেশে ধোঁয়াশার কমতি নেই। শুধু দূষণ নয়, ঋতু পরিবর্তনের সময় ব্যাকটেরিয়া-ভাইরাসেরও বাড়বাড়ন্ত হয়। শীতের বাতাসে অনেক বেশি ধুলো, ফুলের রেণু, বিষাক্ত কণা ইত্যাদি মিশে থাকে। খুব সহজেই সংক্রমণ ধরে যায়। এ সব থেকে বাঁচতে ঘরে লাগাতে পারেন এয়ার পিউরিফায়ার। তবে কেনার আগে যে যে বিষয়গুলি খেয়াল করবেন দেখে নিন এক ঝলকে।  ঘরের আকৃতি এবং আয়তনের কথা মাথায় রেখেই এয়ার পিউরিফায়ার কিনুন। বাজারে অনেক রকম মডেল পাওয়া যায়। আপনার ঘর যদি ছোটও হয় তাহলেও একটু বড় এবং কমপ্যাক্ট মডেল কেনাই ভাল। অনেক বেশি শোধন ক্ষমতাযুক্ত পিউরিফায়ার কেনাই এই সময় যুক্তিযু্ক্ত।এই সময় বাতাসে শ্বাসযোগ্য ভাসমান কণার (পার্টিকুলেট ম্যাটার) পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। এয়ার পিউরিফায়ারের ফিল্টার বাতাস থেকে এই সব ভাসমান কণাকে ছেঁকে বার করে নেয়। ‘হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার’, ‘চার্জড মিডিয়া’, ‘অ্যান্টিব্যাকটেরিয়াল’ এবং ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর—এই চার রকম ফিল্টার থাকলে তবেই পিউরিফায়ার কিনবেন।কেনার আগে দেখে নিন পিউরিফায়ারের এয়ার চেঞ্জ রেট বা প্রতি ঘণ্টায় শোধনের মাত্রা কত। যদি বাড়িতে কারও অ্যালার্জি বা হাঁপানির মতো রোগ থাকে তাহলে ৫-৬ এয়ার চেঞ্জ রেটের পিউরিফায়ার কিনবেন।পিউরিফায়ারের ‘ক্লিন এয়ার ডেলিভারি রেট’ জানান দেয়, প্রতি মিনিটে কতটা ঘনত্বের বাতাস শোধন হচ্ছে। এই রেট যত বেশি হবে অনেক দ্রুত বাতাস পরিশুদ্ধ হবে। সবসময় ক্লিন এয়ার ডেলিভারি রেট দেখেই এয়ার পিউরিফায়ার কিনুন।