বিদেশে পদ্মাবতী দেখানোয় কোনও সমস্যা নেই। বিদেশে মুক্তির স্থগিতাদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। পদ্মাবতী বিতর্কে জনপ্রতিনিধিদের সমালোচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে ছবি মুক্তি পায়নি।সেই ছবি নিয়ে মন্তব্য করা একেবারেই ঠিক নয়।বিদেশে পদ্মাবতী সিনেমার মুক্তি বন্ধ করার আবেদন খারিজ শীর্ষ আদালতে ৷ একইসঙ্গে পদ্মাবতী বিতর্কে জনপ্রতিনিধি ও আধিকারিকদের বিরূপ মন্তব্যেরও কঠোর ভাষা সমালোচনা করে সুপ্রিম কোর্ট ৷প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ এদিন আদালতে সাফ জানায়, কোনও সিনেমার মুক্তি নিয়ে রায় দিতে পারে না সুপ্রিম কোর্ট ৷ সিবিএফসি এখনও ছবিকে সার্টিফিকেট দেয়নি ৷ তার আগেই এত মন্তব্য ও সমালোচনার কি প্রয়োজন ? একইসঙ্গে পদ্মাবতী বিতর্কে একাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরূপ মন্তব্যেরও তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত ৷