প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস বিয়ে সেরেছেন প্রায় চার মাস। বিয়ের পরের প্রতিটি দিন-রাত্রী তাঁরা মধুচন্দ্রিমা হিসেবে পার করছেন। সম্প্রতি প্রিয়াঙ্কাকে তাঁর স্বামীর সঙ্গে মিয়ামি সৈকতে দেখা গেছে। আঁটসাঁটো পোশাকে আবেদনময়ী প্রিয়াঙ্কাকে বেশ উত্ফুল্ল দেখাচ্ছিল। এ নবদম্পতির সাথে এ দিন ছিলেন নিকের ভাই জো ও তাঁর বাগদত্তা সোফি টার্নার।প্রিয়াঙ্কা-নিক দম্পতির মিয়ামি-যাপনের ছবি ও ভিডিও ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে। বোঝা যাচ্ছে, বিবাহ-পরবর্তী সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন এ জুটি।
কিন্তু এরই মাঝে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে, এ দম্পতি বিবাহবিচ্ছেদের পথে। সংবাদমাধ্যমগুলো বলছে, প্রিয়াঙ্কার নিয়ন্ত্রক মনোভাব ও চড়া মেজাজের কারণেই সম্পর্কের ইতি টানতে হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, 'কাজ কিংবা পার্টি, অথবা একসঙ্গে সময় কাটানো-সব কিছুতেই তাঁদের মধ্যে কলহ লেগেই থাকে। এ সবেরই মূল্য এখন প্রিয়াঙ্কা-নিককে দিতে হচ্ছে। তাঁদের বিয়ে সুতার ওপর ঝুলছে।'নপ্রতিবেদন বলছে, বিয়ের সময় প্রিয়াঙ্কাকে বেশ শান্ত ও স্বাচ্ছন্দ্যময় মনে হয়েছিল নিকের। কিন্তু বিয়ের পর প্রিয়াঙ্কার মধ্যে 'নিয়ন্ত্রক' মনোভাবের দেখা পান নিক। সেই সঙ্গে যোগ হয়েছে প্রিয়াঙ্কার 'চড়া মেজাজ'। এমন বক্তব্যই এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে।তবে প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিনিধিরা এসব খবর উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, প্রিয়াঙ্কা-নিক কেউই এসব গুজব নিয়ে চিন্তিত নন। আর তাঁদের নিয়ে এ রকম গুজব এবারই প্রথম নয়, সুতরাং এসব নিয়ে তাঁরা মোটেই ভাবছেন না। শিগগিরই এসব মিথ্যা প্রমাণিত হবে।