সর্বশেষ সংবাদ >>

মাধ্যমিক পাশ প্রচুর লোক নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক ও ডাক বিভাগ

By Our Correspondent19/11/2017kanchanpur
স্নাতক বা স্নাতকোত্তর নয়, শুধু মাধ্যমিক পাশ হলেই এবার রিজার্ভ ব্যাঙ্ক বা ডাক বিভাগে চাকরি পেতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া— 
• ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে অ্যাপলিকেশন ফর্ম জমা করতে হবে। 
• মোট আসন— ৫২৬টি । 
• কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
• বয়স হতে হবে ১৮ থেকে ২৫ এর মধ্যে। 
• পে-স্কেল— ১০,৯৪০-২৩,৭০০ টাকা। 
• জেনেরাল ও ওবিসিদের জন্য অ্যাপলিকেশন ফি— ৪৫০ টাকা। এসসি, এসটি, এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য অ্যাপলিকেশন পি ৫০ টাকা। 
• কীভাবে আবেদন করবেন— www.rbi.org.in —রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ‘জব নোটিফিকশেন’-এ ক্লিক করুন। এর পরে ফর্ম ফিলআপ করে সাবমিট করুন। পরীক্ষার জন্য আনাকে জানিয়ে দেওয়া হবে। 
ডাক বিভাগ (উত্তরপ্রদেশ গ্রামীণ ডাক বিভাগ)— 
• আবেদনের শেষ তারিখ ২৯ নভেম্বর।
• আসন সংখ্যা— ৫৩১৪
• কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
• আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে।
• অ্যাপলিকেশন ফি- ১০০ টাক। এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলাদের অ্যাপলিকেশন ফ্রি। 
  
• //www.govtjobsmela.com-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।