শুরুটা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রথম বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন। এবার প্রিয়াঙ্কার সেই পথে হাঁটলেন অভিনেত্রী রিচা চড্ডা। তবে রিচার অভিযোগ হয়ে উঠেছে আরও বিস্ফোরক। ফুকরে রিটার্নের প্রচারে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রিচা চড্ডা বলেন, বলিউডে একাধিক হার্ভে উইনস্টইন রয়েছেন। যাঁরা ক্ষমতা আর প্রভাবের জোরে অকপটে যৌন হেনস্থা চালিয়ে যান। এই নিয়ে কেউ মুখ খোলেননি বলে তাঁকে ভুল ভাবার কোনও কারণ নেই। কারণ একজন উঠতি অভিনেত্রী এবং মডেল যদি এই নিয়ে সবর হন তাহলে আর বলিউডে কোনও কাজ তিনি পাবেন না। হার্ভে উইনস্টোনের সঙ্গে এই নিয়ে একাধিক অভিযোগ থাকার পরেও অনেক নামী অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করেছেন। এবং কাজ করতে চাইছেন।