সর্বশেষ সংবাদ >>

রবিবার রাজধানীর এন.এস.আর.সি.সি হলে শুরু হল পশ্চিম জেলার ওয়েটলিফটিং ও পাওয়ারলিফটিং প্রতিযোগিতা।

T24X7 প্রতিনিধি07/02/2021TRIPURA

রবিবার রাজধানীর এন.এস.আর.সি.সি হলে শুরু হল পশ্চিম জেলার ওয়েটলিফটিং ও পাওয়ারলিফটিং প্রতিযোগিতা। এইদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক আশিস কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক আশিস কুমার সাহা বলেন দীর্ঘ প্রায় ১০ মাস সমগ্র বিশ্বের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমণের কারনে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়েছে। এমনকি খেলা ধুলাও বন্ধ ছিল এই সময়ের মধ্যে। সতর্কতা ও সচেতনতার কারনে ধিরে ধিরে মানুষ করোনার প্রকোপ থেকে বেরিয়ে আসছে। তার সাথে সাথে ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন করোনাকে প্রতিহত করে মানুষ ফের একবার সম্পূর্ণ ভাবে স্বাভাবিক জিবন শুরু করতে পারবে। উদ্ধোধনি অনুষ্ঠান শেষে বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য অতিথিরা প্রতিযোগী প্রতিযোগিনীদের সাথে পরিচিত হন।