সর্বশেষ সংবাদ >>

শনিবার থেকে রাজধানীর মালঞ্চনিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হল দুইদিন ব্যাপী ১৭ তম কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ।

T24X7 প্রতিনিধি13/02/2021TRIPURA

শনিবার থেকে রাজধানীর মালঞ্চনিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হল দুইদিন ব্যাপী ১৭ তম কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। এই বছর প্রতিযোগিতায় ত্রিপুরার দুইটি দল সহ মোট ১০ টি দল অংশগ্রহণ করেছে।শনিবার রাজধানীর মালঞ্চনিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা টেনিস এসোসিয়েশানের সহসভাপতি প্রনব চৌধুরী, ত্রিপুরা টেনিস এসোসিয়েশানের টেকনিক্যাল ডাইরেক্টর  দেবপ্রিয় দাস ঋষি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় সহ অন্যান্যরা। উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ক্রীড়া সংগঠক সুজিত রায় বলেন কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট রাজ্যের সবচেয়ে পুরাতন টেনিস টুর্নামেন্ট। প্রতি বছর এই টুর্নামেন্টে বাংলাদেসের টিম অংশগ্রহণ করে। বিগত ১৬ বছর বাংলাদেসের দল অংশগ্রহণ করেছে। এই বছর প্রথম করোনার কারনে বাংলাদেসের দল অংশগ্রহণ করতে আসে নি। তিনি আরও বলেন এই বছর অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশান ত্রিপুরা টেনিস এসোসিয়েশানকে অনুর্ধ-১৮ টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব দিয়েছে। উদ্ধোধনি অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।