সর্বশেষ সংবাদ >>

শিলং চেম্বার কয়্যারের কাহিনি নিয়ে ছবি বলিউডে

By Our Correspondent30/10/2017kanchanpur

নভেম্বরের শুরুতেই শিলংয়ে শুরু হবে চেরি ব্লজম উৎসব। তার আগেই রাজ্যবাসীর জন্য খুশির খবর এল। শিলংয়ের পয়লা নম্বর কয়্যার গোষ্ঠী ‘শিলং চেম্বার কয়্যার’-এর লড়াই নিয়ে ছবি তৈরি হবে বলিউডে। হিন্দি ছবি ‘ফেরারি কি সওয়ারি’, মরাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর পরিচালক রাজেশ মাপুসকরের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আশুতোষ গোয়ারিকর।২০১৩ সালে রাজেশ প্রথম মুম্বইতে শিলং চেম্বার কয়্যারের গান শোনেন। তখন থেকেই তিনি বারবার কয়্যারের ম্যানেজার ড্যামন লিনডেম ও পরিচালক নেইল নোংকিনরির কাছে শিলং চেম্বার কয়্যারকে নিয়ে ছবি তৈরির অনুরোধ করে চলেছেন। কিন্তু প্রতিবারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ড্যামন ও নেইল। পরে তাঁরা রাজেশকে শিলংয়ে আমন্ত্রণ জানান। শিলংয়ে বেশ কিছুদিন কাটিয়ে, সেখানকার সংস্কৃতি, জীবনযাপন, কয়্যারের শিল্পীদের লড়াই খুব কাছ থেকে দেখেন রাজেশ। ফিরে গিয়ে সেই কথা জানান বন্ধু আশুতোষকে। ছবি করতে রাজি হয়ে যান আশুতোষ। ফের ড্যামন ও নেইলের কাছে দরবার করেন তাঁরা। শেষ পর্যন্ত রাজি হন শিলং চেম্বার কয়্যারের কর্তারা। আগামী বছর থেকে শিলংয়েই ছবির শুটিং শুরু হবে। ঠিক হয়েছে কয়্যারে গায়ক-গায়িকাদের ভূমিকায় তাঁরা নিজেরাই অভিনয় করবেন। তবে নেইল নিজে অভিনয় করবেন না।রাজেশ সাংবাদিকদের জানান, প্রথমে তিনি ভেবেছিলেন উত্তর-পূর্বের মানুষের সঙ্গে মূল ভূখণ্ডের বিচ্ছিন্নতা, দূরত্বকে মূল সুর করেই ছবিটি করবেন। কিন্তু এখন ছবির ভাবনা পুরোপুরি বদলে ফেলেছেন। ছবিটি তৈরি হবে কয়্যারের শিল্পীদের নিজেদের লড়াই, সাফল্য, সর্বভারতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা হওয়ার কাহিনি নিয়ে। সারা ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে এখন অনুষ্ঠান করে শিলং চেম্বার কয়্যার।