সর্বশেষ সংবাদ >>

শুক্রবার এডিনগর স্কুল মাঠে শুরু হল মনমোহন দাস স্মৃতি প্রাইজ মানি নক আউট ভলিবল টুর্নামেন্ট ২০২০-২১ ।

T24X7 প্রতিনিধি08/01/2021TRIPURA

শুক্রবার এডিনগর স্কুল মাঠে শুরু হল মনমোহন দাস স্মৃতি প্রাইজ মানি নক আউট  ভলিবল টুর্নামেন্ট ২০২০-২১ । এই টুর্নামেন্ট চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এইদিন টুর্নামেন্টের উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন করে টুর্নামেন্টের সুচনা করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। টুর্নামেন্টের উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন দীর্ঘ প্রায় ১০ মাস পর আবার খেলাধুলা শুরু হয়েছে। দীর্ঘ ১০ মাস মাঠ গুলি ফাকা ছিল। এই পরিস্থিতিতে রাজ্যে নতুন করে খেলাধুলা শুরু করার একটা বাতাবরণ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেলাধুলা চলছে। বর্তমানে ইন্টারনেটের যুগে ছেলে মেয়েরা মাঠে কম যায়, খেলাধুলা কম করে। বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাই মন্ত্রী মনোজ কান্তি দেব এইদিন ছেলে মেয়েদের প্রতি আহ্বান জানান বিদ্যালয় ছুটির পর যে সময়টা পাওয়া যায় সেই সময়টা খেলাধুলা করার জন্য। রাজ্যে ২১৪ টি কোচিং সেন্টার খোলা হয়েছে। সেই সকল সেন্টারে গিয়ে খেলাধুলা করা যাবে। যে যেই খেলা পারে, তাকে সেই খেলা খেলার জন্য আহ্বান জানান তিনি।