সর্বশেষ সংবাদ >>

সদর শহর জেলা যুব মোর্চার উদ্যোগে কমল কাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো বুধবার।

T24X7 প্রতিনিধি17/02/2021TRIPURA

সদর শহর জেলা যুব মোর্চার উদ্যোগে কমল কাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো বুধবার। এই দিন স্বামী বিবেকানন্দ ময়দানে  প্রতিযোগিতার সূচনা করেন  রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক টিংঙ্কু রায়, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বনিক সহ অন্যানরা। প্রতিযোগিতায় মোট ৯ টি মন্ডল অংশ গ্রহন করেন। নকআউট পর্যায়ে খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। প্রতিযোগিতাকে কেন্দ্র করে অংশগ্রহণ কারী খেলোয়াড় দের আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়।