পাইরেসির ফাঁদে এ বার রজনীকান্তও। ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর ‘২.0’-এর গান। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় ওই ছবির গান।গতকাল দুবাইয়ের বুর্জ পার্কে এই ছবির গানের মেগা রিলিজ হয়। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, তার কয়েক ঘণ্টা আগেই সিড শ্রীরামের গাওয়া ‘এনধিরা লোগাথু’ এবং ব্লাজের গাওয়া ‘রাজালি নি গালি’ গান দুটি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে রজনীকান্তের সঙ্গে অক্ষয় কুমারের অভিনয়ও দেখবেন দর্শক। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।