সর্বশেষ সংবাদ >>

হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছেন অভিনেতা কমল হাসান।

By Our Correspondent05/11/2017kanchanpur

হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছেন অভিনেতা কমল হাসান। এজন্য ওই গোষ্ঠীগুলি নিশানা করেছে কমল হাসানকে। এর জবাবে অভিনেতা বললেন, যারা সমালোচনা সহ্য করতে পারে না, তাদের সম্বল হুমকি।
সম্প্রতি একটি তামিল ম্যাগাজিনে লেখা নিবন্ধে কমল হাসান বলেন, আগে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি হিংসার আশ্রয় না নিয়ে যুক্তিতর্ক দিয়ে নিজেদের মতামত জানাত। এখন সেই গোষ্ঠীগুলির শিবিরেও চরমপন্থার বাড়াবাড়ি ঘটেছে। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি। কমল হাসান নিকৃষ্ট ধরনের মন্তব্য করেছেন বলে মন্তব্য করে বিজেপি।উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার বলেন, মানসিক স্থিতিশীলতার অভাব রয়েছে কমল হাসানের। বারানসীর এক আইনজীবী কমল হাসানের বিরুদ্ধে মামলাও করেছেন।একধাপ এগিয়ে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সহ সভাপতি অশোক শর্মা বলেছেন, কমল হাসানের মতো লোকেদের গুলি করে মারা উচিত।