বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
১০৭২টি হেড কনস্টেবল পদের জন্য আবেদনপত্র নেওয়া শুরু করছে বর্ডার সিকিউরিটি ফোর্স। হেড কনস্টেবল রেডিও অপারেটর ও হেড কনস্টেবল রেডিও মেকানিক পদের জন্য লোক নেওয়া হচ্ছে। বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে শুরু করে ৮১,১০০ টাকা।
যোগ্যতা
হেড কনস্টেবল রেডিও অপারেটর পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে প্রার্থীকে। সেই সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্সে দুই বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তবেই এই পদের জন্য আবেদন করা যাবে। এছাড়াও ফিজিক্স, কেমেস্ট্রি, অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করেছেন এমন প্রার্থীরাও আবেদন জানাতে পারেন। তবে সেক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর পেতেই হবে তাদের।হেড কনস্টেবল রেডিও মেকানিক পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে প্রার্থীকে। সেই সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার অথবা জেনারেল ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইনটেন্স অথবা কম্পিউটার হার্ডওয়্যার অথবা নেটওয়ার্ক টেকনিশিয়ান বা ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে দুই বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ফিজিক্স, কেমেস্ট্রি, অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করেছেন এমন প্রার্থীরাও আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর পেতেই হবে তাদের।