৬ ফেব্রুয়ারি থেকে গৌহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৩৬ তম জুনিয়র ন্যাশানেল অ্যাথলেটিক্স। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার রাজ্যের অ্যাথলেটিক্সরা আগরতলা রেল ষ্টেশন থেকে রেলে করে গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রাজ্য থেকে ৪ জন খেলোয়াড় ও তাদের সাথে একজন কোচ এইদিন গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সিলেকশন কমিটির কনভেনার বিরেন্দ্র মজুমদার জানান রাজ্য থেকে খেলোয়াড় জিতেন্দ্র দেববর্মা, নয়ন আহমেদ, কুসকুমার দত্ত ও রাহুল দত্ত এইদিন গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তিনি আরও জানান খেলা হবে ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।