চল্লিশ পেরিয়ে মা হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়না হেডেন। কিন্তু এই খবর থেকে গুরুত্বপূর্ণ খবর হল, ৮ বছর ধরে সংরক্ষণ করে রাখা ডিম্বাণু দিয়ে ৪২ বছরে কন্যা সন্তানের জন্ম দিলেন ডায়না। এই পদ্ধতির নাম 'এগ ফ্রিজিং পদ্ধতি'। বিদেশে নয়, নিজ দেশেই মুম্বাইয়ের সিটি হাসপাতালে গত ৯ জানুয়ারি মেয়ে আর্য হেডেনের জন্ম দিয়েছেন ডায়না।২০০৭ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের মার্চ মাসের মধ্যবর্তী সময়ে ডায়নার মোট ১৬টি ডিম্বাণু হিমায়িত করে রাখা হয়। সেই ডিম্বাণু থেকেই ৮ বছর পর এই কন্যা সন্তানের জন্ম দেন।
সন্তানের জন্ম দেওয়ার পর ডায়না বলছেন, ''বিয়ে করে মা হওয়ার আগে ভালবাসার মানুষের খোঁজ পেতে চেয়েছিলাম। সঙ্গে ছিল কেরিয়ারের চিন্তাও। তাই সেই সময়ে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলাম।'' দু'বছর আগে আমেরিকার বাসিন্দা কলিন ডিককে বিয়ে করার পর ডায়না জানতে পারেন, তাঁর জরায়ুতে সমস্যা রয়েছে। ফলে পুরনো ডিম্বাণু ব্যবহার করেই অবশেষে সন্তানের মুখ দেখেছেন ওই দম্পতি।