একে অপরকে টেক্কা দিতে প্রতিদিনই নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে ফোন সংস্থাগুলি। টেলিকম সেক্টরের তালিকার প্রথম দিকে রাজ করছে রিয়্যালেন্স জিও এবং ভারতী এয়ারটেল। জিওকে পেছনে ফেলে আবারও এয়ারটেল তার গ্রাহকদের জন্য নতুন স্কিম বাজারে আনল। ১৯৯ টাকায় ১ জিবি ডাটা এবং আনলিমিটেড কল করার নতুন স্কিম আনল এয়ারটেল। ২৮ দিনের এই রিচার্জ প্যাক এয়ারটেলের ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে। নতুন এই রিচার্জ প্যাকে প্রতিদিন ১ জিবি ডাটা বষবহার করতে পারবেন গ্রাহকরা। এর আগেও এয়ারটেল নিজেদের গ্রাহক ধরে রাখতে বেশ কিছু নতুন নতুন স্কিম এনেছিল। যার মধ্যে ১৪৯ টাকার রিচার্জটি বেশ জনপ্রিয়।