সর্বশেষ সংবাদ >>

আর্থিক ক্ষতি বইতে রাজি দেশ যদি এগোয়-মুকেশ অম্বানি

নিজস্ব প্রতিনিধি02/12/2017কাঞ্চনপুর

দেশ যদি উন্নতির পথে এগোয় তাহলে সাময়িক আর্থিক ক্ষতির বোঝা বইতে রাজি আছেন তিনি। দিল্লিতে আয়োজিত নেতৃত্ব শীর্ষ সম্মেলনে এমন মন্তব্যই করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের কর্ণধার মুকেশ অম্বানি। মুকেশ আরও বলেছেন, বছর পাঁচেক আগেও ভারতের শিল্পপতিরা নিজেদের দেশে বিনিয়োগ করতে চাইতেন না। সেই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিস দেশে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। আগামী দিনে দেশবাসীকে আরও ভালো পরিষেবা দিতে আরও বিনিয়োগ করবে তাঁর কোম্পানি। 

মুকেশের আশা, আগামী ৭ বছরের মধ্যে ভারতের জিডিপি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বাড়বে। ২০৩০–এর মধ্যে তা ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাত্রা ছাড়িয়ে যাবে। ২১ শতকের মাঝামাঝি চীনকে অর্থনৈতিকভাবে টপকে যাবে ভারত।  উন্নয়নের এমন মডেল হবে এই দেশ যেখানে প্রযুক্তি, গণতন্ত্র, সুপরিচালিত সরকার, সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং সংস্কার একসঙ্গে দেখা যাবে। বিশ্ব অর্থনীতিকে পথ দেখাবে ভারত।