জিএসটি বিষয়ক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন রবীন্দ্রভবনে এই কর্মশালার উদ্বোধন করেন অর্থ মন্ত্রী ভানু লাল সাহা। প্রথম দফায় ব্যবসায়ীদের সংগঠন গুলি নিয়ে বৈঠক হয়েছে। এবার সরাসরি ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন বলে জানান অর্থ মন্ত্রী ভানুলাল সাহা। এই বিষয় সম্পর্কে ব্যবসায়ীদের মনে থাকা প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের আধিকারীকেরা।