সর্বশেষ সংবাদ >>

জিএসটি নেটওয়ার্কের এই দুরবস্থা তিতিবিরক্ত ব্যবসায়ীরা দাবি সিবিআই তদন্ত হোক।

By Our Correspondent04/11/2017kanchanpur

নতুন কর জমানা চালু হওয়ার পর থেকেই জিএসটি নেটওয়ার্কের এই দুরবস্থা নিয়ে অভিযোগ তুলে তিতিবিরক্ত ব্যবসায়ীরা এ বার দাবি তুললেন, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক।

ব্যবসায়ীদের অভিযোগ, জুলাইয়ে জিএসটি চালুর পর থেকেই প্রতি মাসে জিএসটি পোর্টালে রিটার্ন জমার ব্যবস্থায় সমস্যা দেখা গিয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি এত দিন বলছিলেন, সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে সবাই হুড়োহুড়ি করে কর দিতে যাচ্ছেন বলেই এই সমস্যা। কিন্তু মাসের পর মাস একই সমস্যা দেখা দেওয়ায়, এখন অর্থ মন্ত্রকের কর্তারাও দায় নিতে চাইছেন না। তাঁরাও জিএসটি নেটওয়ার্ক (জিএসটিএন) পোর্টালটি তৈরি ও পরিষেবার দায়িত্বে থাকা তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস সংস্থাকে দুষতে শুরু করেছেন।

ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন সিএআইটি-র মহাসচিব প্রবীণ খাণ্ডেলওয়ালের দাবি, প্রায় ১৪০০ কোটি টাকা খরচ করা ও দু’বছর সময় দেওয়ার পরেও পোর্টাল তৈরির ব্যর্থতা নিয়ে সিবিআই তদন্ত দরকার। দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।