সর্বশেষ সংবাদ >>

দাম কমছে নিত্যপ্রয়োজনীয় এই জিনিসগুলির, ১৭৮ টি পণ্যে জিএসটি

By Our Correspondent11/11/2017kanchanpur

গুজরাট ভোটের ধাক্কায়  ১৭৮টি পণ্যের ওপর জিএসটির হার কমালো কেন্দ্র। ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৮ শতাংশ। নতুন তালিকায় মাত্র ৫০ টি পণ্যের জন্যই ২৮ শতাংশ জিএসটি দিতে হবে। ঘর সাজানোর জিনিস, আসবাব, শ্যাম্পু, শেভিং ক্রিমের মতো পণ্যের ওপর কর কমায় কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। জিএসটি পোর্টালে বারবার পরিবর্তনের জন্যও জিএসটি কাউন্সিলের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।জিএসটি নিয়ে অব্যবস্থার মুখে পড়ে নরম অবস্থান কেন্দ্রের। একধাক্কায় ১৭৮টি পণ্যে জিএসটির হার কমল। এই পণ্যগুলোতে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৮ শতাংশ। কেন্দ্রের সিদ্ধান্তে তাই এইসব পণ্য আরও সস্তা হচ্ছে।

 
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্কের প্রধান সুশীল কুমার মোদি বলেন, ২২৭ টি পণ্যে ২৮% জিএসটি ছিল ৷ কর ব্যবস্থায় স্ল্যাব পরিবর্তনের পর মাত্র ৫০টিতে ২৮% জিএসটি থাকল ৷ বাকি পণ্যগুলিতে ১৮% জিএসটি ধার্য করা হয়েছে ৷
সবোর্চ্চ করের আওতায় থাকা ৬২ টি পণ্যের করহার কমানোর সুপারিশ করেছিল জিএসটি কাউন্সিলের বিশেষ ক্ষমতাসম্পন্ন মন্ত্রিগোষ্ঠী। কেন্দ্র ৭৭ টি পণ্যে কর কমানোয় আরও কিছুটা স্বস্তি পাবেন আম-আদমি। করের হার কমায় সস্তা হচ্ছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যও।