গুজরাট ভোটের ধাক্কায় ১৭৮টি পণ্যের ওপর জিএসটির হার কমালো কেন্দ্র। ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৮ শতাংশ। নতুন তালিকায় মাত্র ৫০ টি পণ্যের জন্যই ২৮ শতাংশ জিএসটি দিতে হবে। ঘর সাজানোর জিনিস, আসবাব, শ্যাম্পু, শেভিং ক্রিমের মতো পণ্যের ওপর কর কমায় কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। জিএসটি পোর্টালে বারবার পরিবর্তনের জন্যও জিএসটি কাউন্সিলের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।জিএসটি নিয়ে অব্যবস্থার মুখে পড়ে নরম অবস্থান কেন্দ্রের। একধাক্কায় ১৭৮টি পণ্যে জিএসটির হার কমল। এই পণ্যগুলোতে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৮ শতাংশ। কেন্দ্রের সিদ্ধান্তে তাই এইসব পণ্য আরও সস্তা হচ্ছে।