সৌদি আরবের দুর্নীতি দমন কমিটি ১১ জন রাজকুমারকে গ্রেফতার ও বেশ কয়েক জন মন্ত্রীকে বরখাস্ত করার জেরে দু’বছরের মধ্যে বিশ্ব বাজারে সর্বোচ্চ অঙ্ক ছুঁল অশোধিত তেলের দাম। রাজকুমারদের মধ্যে রয়েছেন বিশ্বের অন্যতম ধনী ও অ্যাপল, টুইটারের মতো সংস্থার অংশীদার আলওয়ালিদ বিন তালাল। রাজা সলমন বিন আবদুলাজিজ আল-সৌদের উদ্যোগে গড়া দুর্নীতি দমন কমিটির এই কড়া ব্যবস্থার ছাপ তার অর্থনীতির উপর পড়বে বলেই আশঙ্কা। তার জেরে ব্রিটেনের বাজারে উঁচু মানের তেল ব্রেন্টের দাম সোমবার প্রতি ব্যারেলে ছোঁয় ৬২.৫৯ ডলার, যা ২০১৫-র জুলাইয়ের পর সর্বোচ্চ।