সর্বশেষ সংবাদ >>

বাজারে শেয়ার ছাড়তে চলেছে খাদিম ইন্ডিয়া

By Our Correspondent28/10/2017kanchanpur

বাজারে শেয়ার ছাড়তে চলেছে খাদিম ইন্ডিয়া। ইস্যু খুলবে ২ নভেম্বর। বন্ধ হবে ৬ নভেম্বর। প্রতিটি শেয়ারের মূল্য-বন্ধনী ঠিক হয়েছে ৭৪৫-৭৫০ টাকা। সংস্থার সিএমডি সিদ্ধার্থ রায় বর্মন জানান, বাজারে শেয়ার ছেড়ে ৫৪৩ কোটি টাকা তোলাই লক্ষ্য।

মোট যত শেয়ার ছাড়া হবে তার মধ্যে আছে, খাদিমে প্রাইভেট ইকুইটি শেয়ারহোল্ডার ফেয়ারউইন্ডের হাতে থাকা ৩৪% ও প্রোমোটারদের ৩% শেয়ার। বেচা হবে ৫০ কোটি টাকার নতুন শেয়ারও। সিদ্ধার্থ রায় বর্মন শুক্রবার বলেন, ‘‘শেয়ার ছাড়ার পরে প্রোমোটারদের থাকবে ৬০% শেয়ার। বাকি ৪০ শতাংশের মালিক হবেন সাধারণ লগ্নিকারীরা।’’ নতুন শেয়ার বেচে পাওয়া ৫০ কোটি টাকাই শুধু সংস্থার ঘরে আসবে। বাকিটা যাবে শেয়ারহোল্ডারদের কাছে। সিদ্ধার্থবাবু জানান, ওই ৫০ কোটি থেকে ৪০ কোটির ব্যাঙ্কঋণ শোধ করা হবে। বাকিটা যাবে কার্যকরী মূলধন খাতে।