সর্বশেষ সংবাদ >>

বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে বিত্তশালীর শিরোপা জোটালেন আর এক মার্কিন শিল্পপতি

By Our Correspondent28/10/2017kanchanpur
 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেল স্টোর অ্যামাজনের স্টক লাফিয়ে বাড়তেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা জোটালেন জেফ বেজোস। শুক্রবার অ্যামাজনের স্টক ১৩.৫ শতাংশ বাড়ার পরই এই খবর সামনে এসেছে। এর আগে গত অগাস্টেও গেটসকে একবার টপকে গিয়েছিলেন বেজোস।
অ্যামাজন সংস্থায় বেজোসের ৮ কোটি শেয়ার রয়েছে। সম্প্রতি সংস্থার স্টক বেড়ে যাওয়ায় একদিনে ১ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়ে গিয়েছে বেজোসের। যার ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। ফলে এই মুহূর্তে তিনি বিল গেটসকে ছাপিয়ে গিয়েছেন।