বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না রাখলে গ্রাহককে জরিমানা দিতে হবে, আর্থিক বছরের শুরুতে এই নিয়ম চালু করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই জরিমানা বাবদ ২০১৭ সালের এপ্রিল থেকে নভেম্বর যা টাকা রোজগার করেছে এই ব্যাঙ্ক, তা ছাপিয়ে গিয়েছে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের নেট লাভের অঙ্ককেও।২০১৭ সালের এপ্রিল থেকে নভেম্বর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না রাখার জন্য জরিমানা বাবদ ১,৭৭১ কোটি টাকা রোজগার করেছে এসবিআই। আর সেপ্টেম্বর ত্রৈমাসিকে এসবিআই-এর নেট লাভ হয়েছে ১,৫৮১ কোটি টাকা।শহরাঞ্চলে গ্রাহককে গড়ে ন্যূনতম ৩০০০ টাকা করে রাখতে হয় সেভিংস অ্যাকাউন্টে। গ্রামাঞ্চলে গ্রাহককে গড়ে ১০০০ টাকা করে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় প্রতি মাসে। গত ছয়বছর এই জরিমানা মকুব করে দিয়েছিল এসবিআই। কিন্তু এই আর্থিক বছরের শুরুতে ২০১৭ সালের ১ এপ্রিল থেকে জরিমানার ব্যবস্থা চালু করেছিল তারা। ১ অক্টোবর সেই জরিমানার হারে পরিবর্তনও আনে কর্তৃপক্ষ।তবে এসবিআই-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনার, বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, পেনশন, নাবালকদের জন্য অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও এই জরিমানা করা হয় না।’গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টকে বেসিক সেভিংস অ্যাকাউন্টে বদলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানানো হয়েছে ব্যাঙ্কের বিবৃতিতে।