সর্বশেষ সংবাদ >>

মানুষের দারিদ্রতার সুযোগে স্টেট ব্যাঙ্ক এর হাজার কোটি টাকা রোজগার

T24x7 প্রতিনিধি04/01/2018কাঞ্চনপুর

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না রাখলে গ্রাহককে জরিমানা দিতে হবে, আর্থিক বছরের শুরুতে এই নিয়ম চালু করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই জরিমানা বাবদ ২০১৭ সালের এপ্রিল থেকে নভেম্বর যা টাকা রোজগার করেছে এই ব্যাঙ্ক, তা ছাপিয়ে গিয়েছে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের নেট লাভের অঙ্ককেও।২০১৭ সালের এপ্রিল থেকে নভেম্বর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না রাখার জন্য জরিমানা বাবদ ১,৭৭১ কোটি টাকা রোজগার করেছে এসবিআই। আর সেপ্টেম্বর ত্রৈমাসিকে এসবিআই-এর নেট লাভ হয়েছে ১,৫৮১ কোটি টাকা।শহরাঞ্চলে গ্রাহককে গড়ে ন্যূনতম ৩০০০ টাকা করে রাখতে হয় সেভিংস অ্যাকাউন্টে। গ্রামাঞ্চলে গ্রাহককে গড়ে ১০০০ টাকা করে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় প্রতি মাসে। গত ছয়বছর এই জরিমানা মকুব করে দিয়েছিল এসবিআই। কিন্তু এই আর্থিক বছরের শুরুতে ২০১৭ সালের ১ এপ্রিল থেকে জরিমানার ব্যবস্থা চালু করেছিল তারা। ১ অক্টোবর সেই জরিমানার হারে পরিবর্তনও আনে কর্তৃপক্ষ।তবে এসবিআই-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনার, বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, পেনশন, নাবালকদের জন্য অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও এই জরিমানা করা হয় না।’গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টকে বেসিক সেভিংস অ্যাকাউন্টে বদলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানানো হয়েছে ব্যাঙ্কের বিবৃতিতে।