সর্বশেষ সংবাদ >>

সুদ সত্ত্বেও লাভ মূলধন জুগিয়ে, দাবি কেন্দ্রের

By Our Correspondent28/10/2017kanchanpur

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে মূলধন জোগানোর জন্য বন্ড ছাড়তে গিয়ে ফি বছর অন্তত ৯,০০০ কোটি টাকা সুদ গুনতে হবে ঠিকই। কিন্তু সেই দাওয়াই কাজে দেবে ব্যাঙ্কিং ব্যবস্থা এবং তার হাত ধরে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে শেয়ার মূলধন জোগানোর সিদ্ধান্তের পক্ষে বুধবার এ ভাবেই সওয়াল করলেন অর্থ মন্ত্রকের মুখ্য উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন।

তাঁর যুক্তি, ব্যাঙ্ক চাঙ্গা হলে, তাদের পক্ষে ধার দেওয়া সহজ হবে। বাড়বে বেসরকারি বিনিয়োগ আর বৃদ্ধির হারও। সেই সঙ্গে সওয়াল করেছেন ব্যাঙ্ক সংযুক্তির পক্ষেও। মঙ্গলবার কেন্দ্রের ঘোষিত ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলও। বিবৃতিতে তাঁর দাবি, এটি বিশাল পদক্ষেপ। একই মতের শরিক স্টেট ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ-ও।

কিন্তু বিরোধী দল কংগ্রেস অবশ্য মনে করছে, বন্ড ছেড়ে মূলধন জোগাড় করতে গিয়ে বিপুল ঋণের বোঝা চাপবে কেন্দ্রের ঘাড়ে।