সর্বশেষ সংবাদ >>

আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

T24X7প্রতিনিধি20/06/2019TRIPURA

সম্প্রতি আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মেসিন। যা দিয়ে চোখ পরীক্ষা করা হয়। বহিঃরাজ্যের বড় বড় চুক্ষু হাসপাতালের ন্যায় এখন থেকে উন্নত মানের পরিষেবা পাওয়া যাচ্ছে আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগে। রয়েছেন চুক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগে চোখের সমস্যা নিয়ে রোগীরা ভিড় জমাতে শুরু করেছে। আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগের HOD ডাক্তার বিজয় দেববর্মা জানান ২০০৫ সালে আই.জি.এম হাসপাতালে  চুক্ষু বিভাগের পথ চলা শুরু হয়েছে। সেই থেকে মানুষকে উন্নত পরিষেবা প্রদানের জন্য চেষ্টা চলছে। একটা সময় আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগে চোখ পরীক্ষার জন্য উন্নত মানের মেসিন না থাকলেও বর্তমানে প্রয়োজনীয় উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তির মেসিন রয়েছে। আগে চোখের সমস্যা নিয়ে রোগীরা যে ভাবে বহিঃরাজ্যে ছুটে যেত, বর্তমানে তা অনেকটা কমেছে বলেও জানান তিনি। আই.জি.এম হাসপাতালের  চুক্ষু বিভাগে বর্তমানে ফেঁকো সার্জারি করা হয় বিনামূল্যে। চোখের ল্যান্স বিনামূল্যে প্রদান করা হয় রোগীদের। শিশুদের দৃষ্টি শক্তি নির্ণয়েরও ব্যবস্থা রয়েছে আই.জি.এম হাসপাতালের চুক্ষু বিভাগে।