বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা দম্পতির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমবাসা থানাধীন শুধা রাম পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় আট মাস পূর্বে এলাকার বাসিন্দা পঙ্কজ দেব ভালোবেসে বিয়ে করে এলাকারই পাপিয়া দাসকে। পেশায় অটো চালক পঙ্কজ দেব। বুধবার রাতে পঙ্কজ ও পাপিয়া বাবা মা-এর সাথে ভাত খেয়ে ঘুমতে যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এইদিন সকালে পঙ্কজের বাবা পঙ্কজকে ঘূম থেকে উঠার জন্য ডাকার পরও ঘড়ের দরজা খুলছিল না। তখন তাদের এক নিকট আত্বীয় মই দিয়ে ঘড়ের চালের ফাক দিয়ে দেখতে পায় পঙ্কজ ও পাপিয়া নিজ ঘড়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। এলাকায় খবর ছড়িয়ে পরতেই লোকজন ভীড় জমতে থাকে বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে কেন তারা আত্মহত্যার করেছে এই বিষয়ে জানা যায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।