মাটির ধ্বস পরে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মান কাজে নিযুক্ত শ্রমিক কাজ করতেগিয়ে আজ মাটির ধ্বস পরে মৃত্যু হলো একজনের। মৃত শ্রমিকের নাম মহেন্দ্র ত্রিপুরা ( ৩৫ ) । তিনি দক্ষিন সোনাইছড়ী এলাকার বাসিন্দা। আজকের এই বৃষ্টির ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানাযায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নবম বাহিনীর টি এস আর কর্মী ও শান্তির বাজার দমকল বাহীনির কর্মীরা। অবশেষে সকলের যৌথ প্রচেষ্টায় অনেক খোঁজা খুঁজির পর উদ্ধার করাহয় মহেন্দ্র ত্রিপুরার নিথর দেহ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনাস্থলে পুলিশ।