কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক সুবীর সূত্রধর। ঘটনার বিবরণে জানা যায় গোপালনগর এলাকার বাসিন্দা সুবীর সূত্রধর রাতে বাড়ি ফেরার পথে শাসক দলের প্রধান ঝন্টু পালের বাইক এর সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এরপর সুবীর সূত্রধর নামে ঐ যুবকের উপর উত্তেজিত হয়ে পরে প্রধান এবং প্রধানের লোকেরা নিরীহ যুবককে বেধড়ক মারধর করে। পরে পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান।এর ফলে ওই যুবকের মাথায় তিনটি সিলাই লাগে। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী জিবি হাসপাতালে রেফার করা হয়।।।বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবক আগামী দিনে থানায় মামলা করবে বলে জানান আহত যুবকের মা জানান।